ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভালুকা মডেল থানায় ঝুলছিল পুলিশ কর্মকর্তার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ভালুকা মডেল থানায় ঝুলছিল পুলিশ কর্মকর্তার মরদেহ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা মডেল থানা থেকে হুমায়ুন কবির নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা মডেল থানার ব্যারাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা জানান, পুলিশ ব্যারাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।