ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, ফেব্রুয়ারি ৮, ২০২৩
কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

জয়পুরহাট: দিনাজপুরের বিরামপুর থেকে ৯২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।  

আটকরা হলেন, শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ এবং সেলিনা আক্তার।

 

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বিষয়টি অবগত করেন লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, বুধবার ভোর বেলায় দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকার মাদক  মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা। এ সময় অভিনব কায়দায় ঘরের দেয়ালের মধ্যে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়।  

আসামিরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার বড় চালান উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘষ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।