ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিজ বাসায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
নিজ বাসায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর লাশ প্রতীকী ছবি

রংপুর: রংপুরের গনেশপুর এলাকা থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী।

নিহতের নাম শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, শফিকুল একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়। সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেলে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি হোসেন আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।