রাজবাড়ী: 'নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ স্লোগানে রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ঐতিহ্যবাহী আজাদী ময়দান থেকে ঢাক ঢোল বাজিয়ে রংবেরংয়ের ফেস্টুন হাতে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ৪ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন, ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিশিষ্ট নাট্যজন ও সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও সমাজ সেবক নাসিম শফি, বিশিষ্ট নাট্যজন ঝুনা চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল, মৈত্রী থিয়েটারের সাধারণ সম্পাদক থিয়েটার কর্মী কাজী আব্দুল কুদ্দুস, থিয়েটার কর্মী কাজী তানভীর মাহমুদ, কাজী পলাশ, হৈমন্তী বিজয় সহ অনান্য নাট্য ও থিয়েটার কর্মীরা।
চার দিনব্যাপী নাট্যোৎসবে প্রদর্শিত হবে রাজবাড়ী থিয়েটারের প্রযোজনায় ‘কবর’, বহুবচন থিয়েটার পাংশার প্রযোজনা ‘বৈতংসিক’, স্বদেশ নাট্যাঙ্গণ, রাজবাড়ীর ‘চন্দ্রগ্রহণ’, অল্টারনেটিভ লিভিং থিয়েটার কলকাতার ‘লং মার্চ’, ফরিদপুরের বাংলা থিয়েটারের ‘সাইরেন’, নাট্যদল বাতিঘর মঞ্চস্থ করতে যাচ্ছে দুটি নাটক। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাতিঘর মঞ্চস্থ করবে ‘ঊর্নাজাল’ এবং ১১ ফেব্রুয়ারি একই সময়ে ‘মাংকি ট্রায়াল’।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এফআর