ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে সেই জায়গায় বসল নতুন আন্তর্জাতিক সীমানা পিলার 

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
বকশীগঞ্জে সেই জায়গায় বসল নতুন আন্তর্জাতিক সীমানা পিলার 

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত থেকে খোয়া যাওয়া পিলারের জায়গায় আরেকটি নতুন পিলার বসানো হয়েছে।  

বৃহস্পতিবার বিকালে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক শেষে এ পিলার স্থাপন করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে ৩৫ বিজিবির সহকারী পরিচালক শামছুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী (ভুমি ল‌্যান্ড সার্ভে) কর্মকর্তা কোরবান আলী।

৩৫ বিজিবির সহকারী পরিচালক শামছুজ্জামান পিলার স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন আন্তজার্তিক সীমান্ত পিলার ‘১০৮৩ এর ১২টি’ পিলারটি উধাও হয়। এ নিয়ে বিজিবির সঙ্গে দফায় দফায় পতাকা বৈঠক হয়। এ নিয়ে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করে বিজিবি।

>>> পড়ুন বকশীগঞ্জ সীমান্তে আন্তজার্তিক সীমানা পিলার উধাও

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।