ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার হাজিপাড়া মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নজরুল হাজিপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আবু তাহের নামে এক যুবক জানান, ওই বৃদ্ধ গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যান। এ সময় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালাই থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শারমিন আকতার জানান, এ ঘটনায় মোটরসাইকেলচালক ও এক আরোহী আহত হয়েছেন। তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।