ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুরস্কে একজনকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশের দল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
তুরস্কে একজনকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশের দল

ঢাকা: বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরই মধ্যে তারা ১৭ বছরের এক বালিকাকে জীবিত এবং তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

প্রসঙ্গত, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২ সদস্য তুরস্কের উদ্দেশে রওনা দেন। বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে  ৯ ফেব্রুয়ারি  রাত পোনে ৯টার দিকে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

তুরস্কে গত ৬ ফেব্রুয়ারি সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য ৮ ফেব্রুয়ারি রাতে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩ 
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।