ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি ট্রেনের যাত্রাবিরতির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি ট্রেনের যাত্রাবিরতির দাবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মবাড়িয়ায় রেলস্টেশনে বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে নাগরিক ফোরাম।  

শনিবার (১১ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে মানববন্ধন শেষে সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান ও বীর মুক্তিযোদ্ধ আবু হুরায়রাহ।

 

এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ এ স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজসক নয়। তারা স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ করাসহ বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতির জোর দাবি জানান।  

তারা বলেন, ট্রেন এখানে থামলে তিন হাজারেরও বেশি কর্মজীবী মানুষ ঢাকায় যাতায়াত করতে পারবে। তাদের ঢাকায় বসবাস করতে হবে না।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।