ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র মারা গেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) উপজেলার তেলিহাটিমোড় এলাকায় শ্রীপুর-জৈনাবাজর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত শাকিল আহমেদ (১৮) শ্রীপুর উপজেলার ধামলই এলাকার মো. আবুল হোসেনের ছেলে। স্থানীয় একটি কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কলেজ থেকে মোটরসাইকেলে শাকিল আহমেদ বাসায় ফিরছিল। সে তেলিহাটিমোড় এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ের পুলিশ বিষয়টি দেখছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আরএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।