ঢাকা: ঢাকার আশুলিয়া এলাকা থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিলস তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
তারা হলেন- মো. মোখলেছুর রহমান (২৮), মো. রিপন (২৭) ও মো. আসাদুজ্জামান (২১)।
অভিযানে তাদের কাছ থেকে ৮৫ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসজেএ/জেডএ