ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে আগুনে ১১ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
নীলফামারীতে আগুনে ১১ ঘর পুড়ে ছাই

নীলফামারী: জেলার সদর উপজেলায় আগুন লেগে পাঁচ পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার টুপামারী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে নয়টার দিকে গ্রামের একরামুল হকের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় মমিনুর ইসলাম, নূর ইসলাম, নছমুদ্দিনসহ পাঁচ পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মধ্যে দুই হাজার করে টাকা এবং একটি করে কম্বল সহায়তা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।