ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মতিঝিলে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মতিঝিলে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই 

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. মনির ও মো. হারুন অর রশিদ।

অভিযানে তাদের কাছ থেকে ১১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস বাংলানিউজকে জানান, রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক কারবারিরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতো।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসজেএ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।