ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদকসহ ২ আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
মাদকসহ ২ আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন গ্রামবাসী

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুরে মাদকসহ দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন গ্রামবাসী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাই স্কুলের ভেতর এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে চার সদস্যর একটি দল কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাই স্কুলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ৪০-৫০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেন।

ওসি হাফিজুর রহমান বলেন, গ্রামবাসীর হামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই দুই আসামির নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।