ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশলবিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার বিকেলে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান বিশেষ দূত জ্যাং সুং মিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ‌রে  তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ইস্ট এশিয়া অ‌্যান্ড প‌্যা‌সি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক তৌ‌ফিক হাসান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশলবিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তিনি সৌজন্য বৈঠক করবেন।

বাংলাদেশ-কোরিয়ার ৫০ বছর পূর্তিতে বিশেষ দূত জ্যাং সুং মিন দুদিনের সফরে ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।