ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়িয়াল খাঁর পাড়ে পড়েছিল শিলপাটা কারিগরের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আড়িয়াল খাঁর পাড়ে পড়েছিল শিলপাটা কারিগরের মরদেহ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মো. ইসমাইল (৪০) নামে এক শিলপাটা কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া–মঠখোলা সড়কের উপজেলার চরখামা এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইসমাইল উপজেলার চরখামা গ্রামের মৃত নিলু মিয়ার ছেলে। তিনি শিলপাটা খোদাইয়ের কাজ করে আসছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চরখামা এলাকায় বোনের বাড়িতে থেকে শিলপাটা খোদাইয়ের কাজ করতেন মো. ইসমাইল (৪০)। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তিনি কাজে গিয়ে রাতে আর বাড়িতে ফেরেননি।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চরখামা এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়ে তার মরদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাইলের মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।