ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় পৌঁছালে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

ঢাকা: ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় এসেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পৌঁছালে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

তিনি আগামীকাল বুধবার ফরেন অফিস কনসালটেশন-এফওসি বৈঠকে যোগ দেবেন। এছাড়াও আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকা সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এফওসি বৈঠক করবেন।

এর আগে ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়া দিল্লীতে এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার ঢাকায় এফওসি বৈঠক হচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব নেপালে দুই দিনের সরকারি সফর শেষে ঢাকায়  এসেছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্র সচিব ১৫-১৬ ফেব্রুয়ারি  ঢাকা সফর করবেন। সফরকালে বৈঠকে উভয় পররাষ্ট্র সচিব রাজনৈতিক ও নিরাপত্তা, পানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা, সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করবেন। পররাষ্ট্র সচিবের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে। একই সঙ্গে  বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতাকে আরও গতি দেবে।

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরকালে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। আগামী মার্চে জি-২০ এর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০২২ সালের ১ মে ভারতের  পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই বিনয় মোহন কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।