ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে বাড়ি পেলেন ৫ বীরাঙ্গনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
গোমস্তাপুরে বাড়ি পেলেন ৫ বীরাঙ্গনা 

চাঁপাইনবাবগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচজন বীরাঙ্গনাকে বাড়ি দেওয়া হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রম ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী।  

অনুষ্ঠানে উপস্থিত বীরাঙ্গনারা বাড়ি পেয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পর তাদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয়।

প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হয়েছে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।