ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত  প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পূর্ব মহাদানী এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ৩৯৫/৮ থেকে ৩৯৬/০ নম্বর পিলার এলাকায় ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ট্রেনের লাইনে বসে ছিলেন, ফলে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করাও হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।