ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে আধঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েন ট্রেনের যাত্রীরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের ছোট দেওড়া এলাকায় পৌঁছায়। এ সময় ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে একতা এক্সপ্রেস ট্রেন চলাচলে আধঘণ্টা বিঘ্ন ঘটে। এছাড়াও যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েন। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে সরিয়ে নেওয়া হয়।

জয়দেবপুর রেল স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনে মাঝামাঝি ছোট দেওড়া এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে অন্য ইঞ্জিন দিয়ে ট্রেনটি জয়দেবপুর স্টেশনে আনা হয়। এতে একটি ট্রেনের চলাচলে বিঘ্ন হলেও অন্য কোনো ট্রেন চলাচলে সমস্যা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪১৫, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।