ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খেলতে গিয়ে লাশ হলো শিশু সারাফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
খেলতে গিয়ে লাশ হলো শিশু সারাফ

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বাড়ির বাইরে খেলতে গিয়ে লাশ হলো সারাফ হোসেন নামে ৬ বছরের এক শিশু।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

শিশু সারাফ হোসেন (৬) ভাটপাড়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে সারাফ হোসেন খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর দুপুরে তাকে কোথায় না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ