ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওবায়দুল কাদের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
ওবায়দুল কাদের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এসময় ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফরাসি লেখক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে ও মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে প্রখ্যাত ইতিহাসবিদ সেইন্ট শেরনের লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
এমআইএইচ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।