ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় গারোদের ওয়ানগালা উৎসব পালিত

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নেত্রকোনায় গারোদের ওয়ানগালা উৎসব পালিত

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সমাপনি অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

উদ্বোধন শেষে একাডেমি মিলনায়তনে, স্থানীয় সরকার নেত্রকোনার উপ-পরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে, নৃত্য শিক্ষিকা মালা মাত্থার্ আরেং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।  

বিশেষ অতিথির বক্তব্য দেন, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোদযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, দুগার্পুর পৌরসভার মেয়র আলহাজ্ব মা. আব্দুস সালাম।  

অন্যদের মধ্যে বক্তব্য দেন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, উপজেলা আ. লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, ডনবস্কো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, আদিবাসী লেখক ও গবেষক নেতা রেভা. মনিন্দ্র নাথ মারাক, সাবেক পরিচালক স্বপন হাজং, আদিবাসী নেতা গীলবার্ট চিচাম, কবি মতেন্দ্র মানখিন, বথুয়েল চিসিম, বিপুল হাজং প্রমুখ।  

আলোচনা শেষে, গারো সম্প্রদায়ের কৃষ্টি তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল সংগীত পরিবেশন করে এবং বিশিষ্ট পপ সংগীত শিল্পী মেহরীন মাহমুদ সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।