ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আমিরুল ইসলাম (৪১) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মো. মোকসেদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমিরুল গরুর ব্যবসায়ী। মঙ্গলবার রাতে তিনি স্থানীয় একটি মাহফিলে ওয়াজ শুনতে যান। সেখান থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

পারিবারিক সূত্র জানায়, আমিরুলের সঙ্গে গত জানুয়ারি মাসে একই গ্রামের তাহসিন নামে এক যুবকের ক্রিকেট খেলা নিয়ে বিরোধ হয়। এ সময় ওই যুবক ও তার লোকজন তাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার জেরে তাকে ওই তাহসিনের নেতৃত্বে কিছু লোক কুপিয়ে হত্যা করেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাহসিনসহ তিনজনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।