ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পদবঞ্চিতদের হাতে জখম হয়ে হাসপাতালে ছাত্রলীগ সভাপতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
পদবঞ্চিতদের হাতে জখম হয়ে হাসপাতালে ছাত্রলীগ সভাপতি 

ঠাকুরগাঁও: পদবঞ্চিত ও সভাপতি পদ প্রত্যাশীদের হাতে জখম হয়েছেন ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম (২৬) ও সহ-সভাপতি ইয়াসিন আলী (২৬)।

বর্তমানে তারা দুজনেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন৷ 

সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রথম প্রহরে শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাড়ি ফেরার পথে উপজেলার বটতলী মোড়ে এ দুই ছাত্রলীগ নেতার উপর আক্রমণ হয়৷ 

হরিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, যারা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হতে চেয়েছিল কিন্তু হতে পারেনি তারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে৷ একুশে ফেব্রুয়ারির দিন বাড়ি ফেরার পথে তারা হামলা করে। সেই গ্রুপটি প্রকাশ্যে লাঠিসোটা নিয়ে শহরে মহড়া দেয়। কাউকে কোনো তোয়াক্কা করে না৷ এ বিষয়ে থানার অফিসার ইনচার্জকে বারবার বলার পরও কোনো কাজে আসেনি৷ 

আহত হরিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ি ফেরার পথে বাপ্পি, রফিক, রাজবীর ও তাদের সঙ্গে থাকা ১০-১২ জন বটতলী মোড়ে আমাকে থামিয়ে অতর্কিত হামলা করে। আমাকে হত্যা করার জন্য গলা চেপে ধরে। অনেক সময় ধরে তারা আমাকে মারধর করে। পরে কোনোমত দৌড়ে গিয়ে এক বাড়িতে গিয়ে প্রাণে বেঁচে যাই৷ তারপর আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আমি জেলা ছাত্রলীগকে বিষয়টি অবহিত করেছি৷ আমি আইনের আশ্রয় নেব৷ 

এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আজহারুল ইসলাম বলেন, বিষয়টি ব্যক্তিগতও হতে পারে৷ তবে যারা মারধর করেছেন তারা ঠিক করেননি। যারা পদধারী ছিল আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি৷ সেই সঙ্গে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব৷ 

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করলে তাদের সবার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়৷ 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মারধরের ঘটনা শুনেছি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ আর লাঠিসোটা নিয়ে শহরে কেউ ঘুরে না বলে নিশ্চিত করেন তিনি৷ 

বাংলাদেশ সময়: ২১০০  ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।