ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পান্থপথে ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পান্থপথে ছুরিকাঘাতে যুবক খুন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পান্থপথে ছুরিকাঘাতে ফারুক (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, রাতে পান্থপথে ঘাতকরা ফারুকের বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্বজনরাই তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তার পূর্ব পরিচিত। কী কারণে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তা তাদেরকে গ্রেফতারের পরই জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ফারুকের বাবার নাম সায়েম আলী। কাওরানবাজার রেললাইন বস্তিতে থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।