ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে ধাক্কা প্রাইভেটকারের, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
গাছের সঙ্গে ধাক্কা প্রাইভেটকারের, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সড়কে খুলে যায় একটি চলন্ত অটোরিকশাভ্যানের চাকা। আর ওই ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে প্রাইভেটকারের।

 

এ ঘটনায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা লক্ষীপুরে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম আব্দুল মান্নান (৪৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে।

আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির (৪৫)  ও তার মেয়ে ফাতেমা খাতুন (১৬), একই এলাকার সালমা খাতুন (১৭) এবং টিকরামপুর মহল্লার  নিহত মান্নানের মেয়ে মরিয়ম খাতুন (১৫),  স্ত্রী সুলেখা খাতুন (৩৬)।  

এসব তথ্য নিশ্চিত করে নাচোল থানা ওসি মিন্টু রহমান বলেন, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও ভ্যান ঘটনাস্থলেই পড়ে আছে। বাহন দুটো পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এ ঘটনায় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।