ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদকে ভূষিত

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদকে ভূষিত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য ৯ জন খ্যাতিমান ব্যক্তিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদকে ভূষিত করা হয়েছে।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা পরিষদের উদ্যোগে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।  

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন।  

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মো. আবু সাইদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন।  

সম্মাননা প্রাপ্ত ব্যক্তিবর্গরা হলেন- চিকিৎসায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এ বি এম আব্দুল্লাহ, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, কথা সাহিত্যিক আনিসুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জন কুমার দাস, আইন-শৃঙ্খলায় বাংলাদেশ পুলিশের এন্টিটেররিজম ইউনিট ডিআইজি অপারেশন মো. মনিরুজ্জামান, সাংবাদিকতায় এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, সংগীত গীতিকার ও সুরকার শুভ্রদেব, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী তারিন জাহান।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।