ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বাবার সঙ্গে অভিমান করে ইয়াসিন আরাফাত (১৬) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষপান করলে দিনগত রাত ৪টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াসিন দুর্গাপুর পৌর শহরের পশ্চিম খরস এলাকার আসাদুজ্জামানের ছেলে।  

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, ইয়াসিন নামাজ পড়তে না যাওয়ায় তাকে তার বাবা বকাঝকা দেন। এতে কাউসার অভিমান করে শুক্রবার দুপুরের দিকে বিষপান করে। বিষ পানের বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে ইয়াসিন মারা যান।  

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।