ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুরি করে পালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
চুরি করে পালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে একটি দোকানে চুরি করে পালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাছির মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বাংলানিউজকে এতথ্য জানান।

নিহত বাছির একই জেলার মাধবপুর উপজেলার ভেঙ্গাডোবা গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।

ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, সকালে লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানের চালে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

তিনি জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় ওই দোকান থেকে নগদ টাকা ও সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি করে বাছির। পরে তিনি দোকানের চালে উঠে পালানোর সময় উপরে থাকা বিদ্যুতের লাইন স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চুরি করা মালামাল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।