পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে আত্মীয়ের বাড়ি থেকে বাইসাইকেল যোগে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মোকবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়শশী ইউনিয়নের টোকরাভাষা পাচপাকুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকবুল হোসেন চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বিজয়নগর এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন মোকবুল হোসেন। এক পর্যায়ে টোকরাভাষা পাচপাকুরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এনএস
বাংলাদেশ সময়: ১১:২৮ এএম, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ /