ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:০৫ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মোটরসাইকেল দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

পাবনা: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও করিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী স্টেডিয়াম রোডের পাকশী দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম সৈকত রহমান (৩৫)।  ঈশ্বরদীর আলোবাগের গোলাম রসুলের ছেলে তিনি। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে কর্মরত ছিলেন সৈকত।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক করিমন গাড়িটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রত্যক্ষদর্শী ইমরান ও আরিফ জানান, সকালে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে বিদ্যুৎ প্রকল্পের দিকে আসছিলেন  সৈকত রহমান। পথে সায়েনউদ্দিন মোড়ে করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসএএইচ

বাংলাদেশ সময়: ২:০৫ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।