ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে সুদের কারবারি দুই ভাই আটক, সাড়ে ২২ লাখ টাকা জব্দ 

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
কালীগঞ্জে সুদের কারবারি দুই ভাই আটক, সাড়ে ২২ লাখ টাকা জব্দ 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় তালিয়ান গ্রামে অভিযান চালিয়ে রেজাউল ইসলাম ও শরিফুল ইসলাম নামে সুদের কারবারি দুই ভাইকে আটক করেছে পুলিশ।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই উপজেলার বড় তালিয়ান গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তারা ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, বর্তমান সময়ে মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড় তালিয়ান গ্রামের দুই ব্যক্তি মানুষের কাছে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলেন। সুদের টাকা দেওয়ার সময় ব্লাঙ্ক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিলেন। সুদের কারবারি রেজাউল ও শরিফুলের জোরজবরদস্তিতে অতিষ্ঠ হয়ে সুদে টাকা নেওয়া ব্যক্তিরা থানায় অভিযোগ দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সকালে তাদের আটক করে। আটকদের কাছ থেকে জব্দ করা  নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, চারটি স্ট্যাম্প ও ১৫০ পাতার তালিকা খাতা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।