ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ট্রাকচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
সাভারে ট্রাকচাপায় পথচারী নিহত

সাভার (ঢাকা): সাভারে দ্রুতগামী ট্রাকের চাপায় মাহমুদুল হাসান জাহিদ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান জাহিদ (৫০) সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় বসবাস করেন। তিনি পেশায় পরিবহন চালক।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দুপুরে জাহিদ নামে ওই ব্যক্তি ব্যাংকটাউন এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে সাভারমুখী একটি দ্রুতগতির ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ ও জব্দ ট্রাকটি হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা আসলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।