ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে শিক্ষার্থীদের মধ্যে নতুন পোশাক-বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
বাগেরহাটে শিক্ষার্থীদের মধ্যে নতুন পোশাক-বই বিতরণ

বাগেরহাট: বাগেরহাটে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে নতুন পোশাক ও বই বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন।

 

এদিন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে নতুন পোশাক ও বই বিতরণ করা হয়। বিনামূল্যে পোশাক ও বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। একই দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর পক্ষ থেকে শ্রেনিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আধুনিক ডাস্টবিন প্রদান করা হয়।

যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মণ্ডলের সভাপতিত্বে বই ও পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মোর্শেদ, একাডেমিক সুপারভাইজার হিশামুল হক, সাংবাদিক শেখ আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।