ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে হত্যার ৯ দিনের পর প্রধান আসামিসহ তিনজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
সাভারে হত্যার ৯ দিনের পর প্রধান আসামিসহ তিনজন গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারে পারিবারিক বিরোধের জের ধরে সাহাবুদ্দিন (৪০) নামের এক পরিবহন ব্যবসায়ীকে হত্যার ৯ দিন পর প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুরে সাভার মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক) আব্দুল্লাহহিল কাফি।

এর আগে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- রাকিবুল ইসলাম ফয়সাল (২৮) কিয়াম উদ্দিন (৬০) ও মো. রিপন (২৪)। তারা সবাই সাভারের হেমায়েতপুরের বাসিন্দা। এর আগে আব্দুল মান্নান নামের এক আসামিকে গ্রেফতার করে আগেই আদালতে পাঠানো হয়েছে।

বাকি আসামিরা হলেন- শহিদুল্লাহ (৩৫) ও জাহাঙ্গীর (৩০)। তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক) আব্দুল্লাহহিল কাফি জানান, গত ১৮ ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর ধারালো অস্ত্র দিয়ে ওই পরিবহন ব্যবসায়িকে প্রকাশ্য কুপিয়ে চলে যায় ফয়সালসহ অন্যান্য আসামিরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি রাতে মৃত্যু হয়। নিহতের স্ত্রী মোছা. পিয়ার মন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে সেই মামলায় কক্সবাজার, চট্রগ্রাম ও গাজিপুর জেলায় অভিযান পরিচালনা করে সর্বশেষ রাজধানীর একটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেইসঙ্গে রক্ত মাখা একটি রামদা ও একটি ফান কাচি উদ্ধার করা হয়।

তিনি বলেন, এর আগে এই মামলার আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এই আসামিদের নামা থানায় একাধিক মামলা রয়েছে। প্রধান আসামি ফয়সালসহ তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়ার কথাও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।