ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া: বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ স্লোগানে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান।

বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম সেবা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেন, দুদক একাই সবকিছু করতে পারবে না। আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। বগুড়ার মানুষ অত্যন্ত অধিকার সচেতন, সাংবাদিকরা সাহসী মানসিকতার, এটি আমার খুব ভালো লেগেছে। সবাই আপনারা নিজ জায়গা থেকে সচেতন হয়ে আমাদের সহযোগিতা করলে দুর্নীতি নির্মূল করতে সহজ হবে।

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, কারো চোখ রাঙানো বা ভয় পেয়ে চুপ না থেকে আমাদের জানাবেন। আমরা আমাদের পাশে থাকবো ও সহযোগিতা করবো।

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, আর্থিক দুর্নীতি শুধু দুর্নীতি নয়। কেউ সেবা গ্রহণ করতে পারছে কিনা, সেটা দেখা আমাদের দায়িত্ব। কারণ সেবার মানসিকতার যদি ব্যত্যয় ঘটে সেটিও দুর্নীতির আওতায় পড়ে।

বগুড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও কাউন্সিলর ও সাধারণ জনসাধারণ গণশুনানিতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।