ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
পটুয়াখালীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী এলাকায় হা‌নিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. নজরুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম বরগুনায় পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো- ১৪-৯৮৯২) একটি বাস মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কায় আরোহী ওই পুলিশ কর্মকর্তা নিহত হন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বা‌কেরগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল বরগুনার ডিএসবি শাখায় যাওয়ার সময় হা‌নিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় নজরুল ইসলাম নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, বরিশাল থেকে মোটরসাইকেল যোগে বরগুনা আসার পথে বাসের ধাক্কায় নজরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের তার নিজ বাড়িতে দাফন করা হবে। ঘাতক বাসটির চালক ও তার সহযোগীকে (হেলপার) বরিশালের গৌরনদী থেকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
এসআইএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।