ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান

ঢাকা: অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

জনগণের উদ্দেশে তিনি বলেন, পুলিশ সম্পর্কে যে ভয় রয়েছে, সেটা দূরে রেখে আপনাদের পুলিশি সেবাটা নিতে হবে।

৫ আগস্টের পরে ঢাকার অধিকাংশ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এখন যারা এসেছেস, তারা নতুন। কিন্তু যারা অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজরা কিন্তু রয়ে গেছে। তাদের সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলে আমরা সবাই নিরাপদ হব।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে একটি স্থানীয় কমিনিউটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও ক্যান্টনমেন্ট থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ পাবেন না, কিন্তু এ অপরাধটা কীভাবে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায়, সেই দায়িত্ব পুলিশের পাশাপাশি আমাদের সবার। সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে। নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নাগরিক হিসেবে আমাদের এ দায়িত্বটুকু পালন করতে হবে। আপনারা চান জনবান্ধব পুলিশ, আমরা চাই পুলিশবান্ধব জনগণ।

অতিরিক্ত পুলিশ আরও বলেন, পুলিশ শুধু আপনাকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধই না, আইনগতভাবেও বাধ্য। সমাজের যারা ভালো লোক, তাদের আমরা রক্ষা করব। কিন্তু খারাপদের জন্য আমরা কঠোর হব। ঢাকা মহানগরীকে নিরাপত্তা বলয়ে রাখতে চাই। আপনারা শুধু তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসসি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।