ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে গাঁজা-ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
রংপুরে গাঁজা-ফেনসিডিলসহ আটক ১

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় ৯ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিলসহ রিপন মিয়া (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।


জানা গেছে, সকালে কাউনিয়া বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযানে মহাসড়কে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে তল্লাশি করা হয়। এ সময় ৯ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিলসহ রিপনকে আটক করা হয়।  

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ জানান, আটক রিপন গাঁজা ও ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এসআইকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।