ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় অবৈধ জাল জব্দ ও স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
আগৈলঝাড়ায় অবৈধ জাল জব্দ ও স্থাপনা উচ্ছেদ

বরিশাল: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চট জাল, ভেসাল জাল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আস্কর, চক্রীবাড়ি, ত্রিমুখী, নাঘিরপাড়, রাজিহার ও জোবারপাড়সহ ১২টি খালে একযোগে জেলা মৎস্য অধিদফতর ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযান চালায়।

অভিযানে অবৈধ ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৮টি চট জাল, ১২টি ভেসাল জাল, খালের মধ্যে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সেচ দিয়ে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়।

পরে আটক অবৈধ কারেন্ট জাল ও চট জাল উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।

এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ জাল বিক্রি এবং তা ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।