ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত ইসলাম তানভির (২০) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন।

শনিবার (৪ মার্চ) সকাল সারে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায়।

 

শুক্রবার (৩ মার্চ) দিনগত রাত সারে ১২টার দিকে আরামবাগ রয়েল ডিলাক্স বাসকাউন্টারের পাশে দুর্ঘটনাটি ঘটে।  

মৃত তানভির নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মামুদি গ্রামের মো. আলমিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তানভির বড়।

মৃত তানভিরের পরিচিত বড় ভাই জানান, সাকিবের বাসা দক্ষিণ কমলাপুর কবরস্থান রোডে। আবুজর গিফারি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিল। গতরাতে দুই বন্ধু সাব্বির ও অমিতকে নিয়ে আরামবাগ এলাকাতেই একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়।

তিনি আরও জানান, দাওয়াত খেয়ে তিন বন্ধু রাস্তায় ঘুরতে বের হয়। মোটরসাইকেল চালাচ্ছিল তানভির নিজেই। আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে আসলে হাইচ মাইক্রোবাস ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তানভির। বাকি দুজনও সামন্য আহত হয়। পরে তানভিরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।