ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) বিকেলের দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, বিকেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই বৃদ্ধ। সে সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।