সাভার (ঢাকা): সাভার আশুলিয়ায় ৫০০ পিস ইয়াবাসহ ইমরুল কায়েস (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম।
এর আগে রোববার (৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরুল কায়েস টাঙ্গাইল মির্জাপুর থানার শ্রী হরিপাড়া গ্রামের মো. আনোয়ারুল হকের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে গোপনে মির্জাপুর, কালিয়াকৈর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আশুলিয়ার বারইপাড়া হতে তাকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
এসএফ/এসএম