ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে আগুন: ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালালো ট্রাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:১৭ এএম, ডিসেম্বর ২৬, ২০২৪
সচিবালয়ে আগুন: ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালালো ট্রাক

ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনে মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ারের এক কর্মীকে চাপা দিয়ে পালিয়ে গেছে একটি ট্রাক।

বুধবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত হওয়া ফায়ার সার্ভিস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, আহত ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিছুই জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পানির পাইপ সচিবালয়ের ভেতরে নিয়ে যাওয়ার জন্য যখন কাজ করছিলেন, তখন একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ওই কর্মী গুরুতর আহত হন।

তারা আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন তখনও সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে যান চলাচল চালু রেখেছে পুলিশ। পুলিশ কেন রাস্তাটি বন্ধ করে দেয়নি? পুলিশ যদি রাস্তাটি বন্ধ করে দিত তাহলে তো এ দুর্ঘটনা ঘটতো না।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নয়তলার এই ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অংশ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমএমআই/আরআইএস

বাংলাদেশ সময়: ৪:১৭ এএম, ডিসেম্বর ২৬, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।