ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ১৭৯ পরিবারকে চাল-টাকা দিলেন রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ১৭৯ পরিবারকে চাল-টাকা দিলেন রেলমন্ত্রী

পঞ্চগড়: পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে চাল, শাড়ি, লুঙ্গি, কম্বল ও নগদ টাকা বিতরণ করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

সোমবার (৬ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আহমদ নগর এলাকা পরিদর্শনে এসে এ খাদ্য ও মানবিক সহায়তা দেন মন্ত্রী।

এসময় তিনি পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন। এছাড়া এসব পরিবারের মধ্যে মোট এক লাখ টাকা ভাগ করে দেওয়া হয় এসময়।

মন্ত্রীর সঙ্গে এসময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আহমদিয়া জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।