ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় মাঈনুল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ মার্চ) বিকেলে দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের আদর্শপাড়া এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।

পরে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মঈনুল দিঘলিয়া উপজেলার সেনহাটি এলকার রেজার মোড়ের মিজানুর রহমানের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, আজ (৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে মাঈনুল উপজেলার সেনহাটি ইউনিয়নের আদর্শপাড়া এলকায় এসেছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং দেশীয় ধারালো অস্ত্রদিয়ে মাঈনুলের পেট ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড় চারটার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে মাঈনুলের  বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০৬ , ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।