ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুরগি-মাংসের দোকানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
মুরগি-মাংসের দোকানে জরিমানা

মাদারীপুর: জেলায় অতিরিক্ত দামে গরুর মাংস ও মুরগি বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মাদারীপুর শহরের ইটেরপুল বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

জানা গেছে, অভিযোগের ভিত্তিতে শহরের ইটেরপুল বাজারের দুইটি পোল্ট্রি মুরগির দোকান ও দুইটি গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করে অধিদপ্তর। এ সময় অতিরিক্ত দামে মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে চার হাজার এবং একই অপরাধে দুই গরুর মাংস বিক্রেতাকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, অভিযানের পাশাপাশি আসন্ন রমজান মাস উপলক্ষে বিক্রেতা ও ভোক্তাদের সতর্ক করাসহ বিভিন্ন দিকনির্দেশনা দিতে মাইকিংও করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।