ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২ শিশুর ঝগড়ার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
২ শিশুর ঝগড়ার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ মার্চ) সকালে শিবগঞ্জ বাজারে নবীগঞ্জ উপজেলার পুরানগাঁওয়ের একটি শিশুর সঙ্গে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের এক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে দুপুর ১২টায় ওই দুই গ্রামের লোকজন বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন।  

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বাংলানিউজকে বলেন, দুটি শিশুর ঝগড়া নিয়ে দুই উপজেলার দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।