ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষি জমিতে পুকুর খননের দায়ে ৩ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
কৃষি জমিতে পুকুর খননের দায়ে ৩ জনের জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে তিন জনকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ভেংড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।

নেতৃত্বে ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. উজ্জল হোসেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন- উপজেলার কৈমাঝুরিয়া গ্রামের হিটলার, মঈনুল হোসেন ও দক্ষিণ ভরমোহনী গ্রামের সেলিম রেজা।  

ইউএনও উজ্জল হোসেন জানান, হিটলার ও মঈনুল ভেংড়ি গ্রামের কৃষি জমিতে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছিলেন -এমন গোপন তথ্যের পরিপ্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা ও ভেকু মেশিনের চালক সেলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ভেকু মেশিনটির ব্যাটারিও।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।