ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লাশঘরে স্বজনদের আর্তনাদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
লাশঘরে স্বজনদের আর্তনাদ

ঢাকা: রাজধানী সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত নিহত ১৫ জনের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে।  

নিহতদের মধ্যে দুজন নারী, বাকিরা সবাই পুরুষ।

মর্গের ভেতরে স্বজনরা লাশ শনাক্তের চেষ্টা করছেন। আর মর্গের ভেতর থেকে ভেসে আসছে আর্তনাদ।  

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জরুরি বিভাগের মর্গের সামনে থেকে আর্তনাদ শোনা যায়। দেখা যায়, স্বজনরা লাশের খোঁজ করছেন।

লাশ পেলেই আর্তনাদের শব্দ বেড়ে যাচ্ছে। এক নারীকে বলতে শোনা যায়, ওরে বাবা, আমি তোকে পেলাম, কিন্তু লাশ। পরে ওই নারী বেহুঁশ হয়ে পড়েন।  

ওই লাশ ঘরের দায়িত্বরত একজন জানান, অনেকেই আসছে লাশ সনাক্তের চেষ্টা করছেন আবার অনেকেই লাশ সনাক্ত করছেন। তবে যারাই স্বজনের সন্ধানে লাশ ঘরে ঢুকছেন সবাই আর্তনার চিৎকার করে কান্নাকাটি করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা রতন সজিব জানান, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় চিকিৎসার জন্য আমরা ৯০ জনকে টিকিট দিয়েছি। টিকিট ছাড়াও বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন।  
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় এই পর্যন্ত জরুরি বিভাগের মর্গে ১৫টি মরদেহ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।